সায়েন্স ফিকশন সাহিত্য পুরস্কার পাচ্ছেন মোস্তফা কামাল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২৭ পিএম, ০৭ মে ২০১৮

এ বছর ‘সায়েন্স ফিকশন সাহিত্য পুরস্কার ২০১৭’ পাচ্ছেন জনপ্রিয় কথাসাহিত্যিক মোস্তফা কামাল। কল্পবিজ্ঞানে বিশেষ অবদান রাখায় তাকে এই পুরস্কার দেয়া হচ্ছে।

‘সায়েন্স ফিকশন সাহিত্য পুরস্কার’ এর পাশপাশি একজনকে বিজ্ঞান আনন্দে প্রকাশিত কল্পবিজ্ঞান গল্পের মধ্য থেকে সেরা গল্পকার হিসেবে সম্মাননা প্রদান করা হবে। সেরা কল্পগল্প পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তরুণ বিজ্ঞান লেখক সাইফ ইমন।

আগামী শুক্রবার (১১ মে) সকাল ১১টায় বাংলা কল্পবিজ্ঞানের জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল পুরষ্কারপ্রাপ্ত দুজনের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেবেন।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে মোস্তফা কামাল বলেন, আমাকে পুরস্কৃত করার জন্য বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সায়েন্স ফিকশন লেখালেখির দেড় দশক পর (ঢাকা ও কলকাতা থেকে ১৫টি বই বের হয়েছে) এই স্বীকৃতির জন্য আমি কৃতজ্ঞ।

বাংলাদেশ সায়েন্স ফিকশন সোসাইটি গত বছর থেকে কল্পবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য একজনকে সায়েন্স ফিকশন সাহিত্য পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয়। এরই ধারবাহিকতায় চলতি বছর এই পুরস্কারের জন্য মনোনীত হন কথাসাহিত্যিক মোস্তফা কামাল।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।