এ কে সরকার শাওনের কবিতা: চশমা

এ কে সরকার শাওন
এ কে সরকার শাওন এ কে সরকার শাওন , কবি
প্রকাশিত: ১২:১৮ পিএম, ২৪ এপ্রিল ২০১৮

চশমা

লোক মারফত খবর পেলাম
তোমার চোখে চশমা লেগেছে!
পাওয়ার কত?
কী ফ্রেম?
কালো না কার্বন?
তোমার মায়াময় শ্যামল মুখাবয়বে
কার্বনটাই বেশ মানাবে।
শান্ত, ধীর, রহস্যময়ী নারী
যেন পেন্সিলে আকা পরী:
আমি বেশ অনুমান করতে পারি।
জানো চশমাটাকে আমার
বড্ড হিংসা হয়,
ডাক্তার একটি কলমের খোঁচা দিল,
নিমিষেই চশমাটি তোমার হয়ে গেল!
ভালবেসে বসে গেল
তোমার নাকের ডগায়!
যা আমার হয়নি হায়
আজীবন তপস্যায়।
পুনর্জন্ম যদি পাই,
বিধাতার কাছে চাইবো প্রার্থনায়
সে যেন বর দেয় আমায়,
চশমা হয়ে ঠাঁই যেন পাই,
তোমার নাকের ডগায়,
ভালোবাসায় ভালোবাসায়।।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।