মাহবুবুল হক শাকিল পদকের জন্য কবিতার বই আহ্বান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৬ এএম, ১১ অক্টোবর ২০১৭

প্রয়াত কবি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের স্মৃতি রক্ষার্থে প্রতিবছর একজন তরুণ কবিকে ‘মাহবুবুল হক শাকিল পদক’ দেয়া হবে। এর অর্থ মূল্য হবে ১ লাখ টাকা। শুধু বাংলাদেশের জীবিত নাগরিকই এই পদকের জন্য মনোনীত হবেন।

প্রতিবছর ২০ ডিসেম্বর প্রয়াত কবি ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের জন্মদিনে আনুষ্ঠানিকভাবে এ পদক দেয়া হবে। মরহুমের নামে গঠিত ‘মাহবুবুল হক শাকিল সংসদ’ এই পদক দেবে।

এ বছরের পদকের জন্য সংগঠনের পক্ষ থেকে বই আহ্বান করা হয়েছে। এ জন্য ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশিত অনূর্ধ্ব চল্লিশ বছর বয়সের কবির কাব্যগ্রন্হ জমা দিতে হবে। বই জমা দেয়ার শেষ সময় আগামী ১০ নভেম্বর। প্রতিটি বই পাঁচ কপি করে জমা দিতে হবে।

বই পাঠানোর ঠিকানা- নাজীর আহমদ সিয়াম, সহকারী পরিচালক, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), তৃতীয় তলা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০। মোবাইল নং - ০১৭১২০৭২৪৭৪।

প্রাথমিকভাবে একটি কমিটি লেখক অথবা বইয়ের নাম বাছাই করবেন। সেখান থেকে পাঁচ সদস্যের বিচারকমণ্ডলী পদকের জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

এমএমজেড/আরএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।