ড. জাফরী আল ক্বাদরীর কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৮:৩০ এএম, ০৫ আগস্ট ২০১৭

বৃষ্টিতে ঢাকা

বৃষ্টি হলেই জমছে পানি ঢাকার রাজপথে,
তবু দেখ চলছে মানুষ প্রাণটা নিয়ে হাতে।
উল্টে যায় রিকশা আর উল্টে যায় বাস,
ভ্রুক্ষেপ নেই কারো তবু মাসের পর মাস।

ড্রেনের ময়লা তুলে দেখ ড্রেনের পাশেই রাখে,
বৃষ্টি হলে সে ময়লাই ড্রেনে আটকে থাকে।
পলিথিন নিষিদ্ধ হওয়ার আইন কিন্তু আছে,
সেই পলিথিন জনপ্রিয় আবার সবার কাছে!

সব দেশে ফ্লাইওভার কয়েক মাসেই হয়,
ঢাকায় সেটা চলছে দেখ বছর পাঁচ-ছয়!
ডাস্টবিনে ময়লা ফেলা ধাতে মোদের নেই,
বৃষ্টিতে সেই ময়লা পানির মধ্যে সাঁতার দেই।

সবটা যে খারাপ হয় তা কিন্তু নয়,
নৌকা চড়ার অভিজ্ঞতা ঢাকাবাসীর হয়।
পথশিশুর জলকেলীতে আনন্দে নেই খাদ,
ভূমিদস্যুর দখলে ঢাকা নীরব আর্তনাদ।

রাজউক আর মিউনিসিপ্যালের বড় বড় কথা,
নগরবাসীর দুর্ভোগে নাই কারো মাথা ব্যথা।
বন্ধ হলে বৃষ্টি- যখন নেমে যায় পানি,
তাতেই আমরা কত খুশি- ভুলে যাই গ্লানি।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।