মুহূর্তগুলি


প্রকাশিত: ০৭:৫৩ এএম, ২২ জুন ২০১৭

১.
যখন দাঁড়িয়ে থাকি দক্ষিণেশ্বর যাবার পথের বাঁকে
ঘন হয়ে আসা কুয়াশায়
আর ভাবি সেই সময়ের কথা
যখন সময় তোমার হাতে দিয়ে গেছে কিছু সাদা কুঁচফল।

২.
যখন ছাতিম গাছ গা থেকে ঝেড়ে ফেলে সবগুলো পাতা
আর অপেক্ষা করে টিট্রিভ পাখির
যারা বয়ে আনে দখিনা বাতাস।

৩.
যখন আমি খুলে দেই সবগুলো জানালা
একটি সবুজ টিয়ার উড়ালের দিকে।

৪.
যখন কথার দেয়াল তুলে এঁটে দাও খিল
আর বাগ্দেবী দরজায় এসে কড়া নাড়েন,
আমি এক গহীন প্রদেশে ফেলে আসি বিষণ্নতম রাতটিকে।

৫.
যখন বিকালের রোদের দিকে মুখ করে দাঁড়াও
আর হাতের মুঠোয় ধরা একগুচ্ছ ফুলের হাসি তোমার মুখে।

৬.
যখন তোমার আদর হয় গন্ধধূপ,
আর আমি ঘুমিয়ে পড়ি তার ভেতর।

৭.
যখন পাতা ঝরাবার পর পত্রমোচী গাছগুলোতে গজিয়ে উঠতে থাকে
পাতা নয়, রাশি রাশি চুমু।

৮.
যখন কৈশোর এসে আমাকে ফিরিয়ে দেয় সবগুলো পুরাতন শার্ট,
সময় বৃষ্টির মতো ভিজিয়ে দিতে থাকে আমাকে।

৯.
যখন ভোর এসে দিয়ে যায় একটি জিনিয়া ফুল
যা সঙ্গে আনে একটি অদৃশ্য রাতকে।

১০.
যখন কোথাও যাবার নেই,
একটিই পথ থাকে কেবল তোমার দিকে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।