হাবীবাহ্ নাসরীনের কবিতা


প্রকাশিত: ০৬:১২ এএম, ১৫ জুন ২০১৭

প্রতীক্ষায়..
হাবীবাহ্ নাসরীন

জানি না কতটা অপরাধী আমি, দোষ কত গুরুতর
ভালোবেসে যদি ভুল করে থাকি, ভালোবেসে ক্ষমা করো।

চাইনি কিছুই- হাসি ভরা মুখ, বুক ভরা সুখ, প্রেম
কাছাকাছি তবু আমরা আলাদা, এক ছবি দুই ফ্রেম!

তোমার উঠোনে জোসনা বিলাস, আমার দেয়ালে রোদ
জমিয়ে রেখেছি বুকের ভেতরে তোমার অভাববোধ।

এটা তো সত্যি পুরো পৃথিবীতে তুমি শুধু একজন
আর কারো চোখে আকাশ দেখে না আমার বেহায়া মন।

জানি না আমার লুকোচুরি প্রেম তোমার কতটা জানা
একি প্রশ্রয়, নাকি আশ্রয়, কখনো করোনি মানা!

স্বপ্নে এসেছো, হৃদয়ে থেকেছো, তুমি সেই প্রিয়তম
তুমি না দাঁড়ালে কী করে হারাবো, আমি বড় অক্ষম।

জানি না কখনো ধরবে কি হাত, মিলবে কি চোখে ঠাঁই
একজনমের ভালোবাসা বুকে তবুও প্রতীক্ষায়!

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।