শহরের তিনটি কবিতা
এক.
এই শহর জানে রাস্তায় কী জ্যাম,
এই লোকাল চেনে শরীরের ঘাম।
এই ট্রাফিক বোঝে রিকশার বেল,
এই বেকার দেখে চাকরির আকাল।
এই দেয়াল বলে গন্তব্য কতদূর?
এই মন খোঁজে তোমার সমুদ্দুর।
দুই.
এই শহরে আমি কিছু দুঃখ পুষি,
তবুও দেখো বেজায় খুশি।
এক জীবন এক ভাবে কেটে যাবে,
আঁধার শেষে রাত পোহাবে।
কঠিন সময় আসবে যখন শহরজুড়ে,
এই শহরে আমি হবো ভবঘুরে।
তিন.
এ শহরে তোমার সব প্রার্থনা শুষ্ক-
কেবল পাবার আশায় সিক্ত হয়।
কখনো কখনো আমার অক্ষমতা
ফুটে ওঠে তোমার স্বার্থের শহরে।
তুমি শহরের কাছে নির্ভরতা চাও-
অথচ নির্ভরশীল হতে পারো না।
এ শহরে আমি কিন্তু অক্ষম নই-
তুমি আসলে ভালোবাসা বোঝ না।
এসইউ/আরআইপি