৬ মে চাঁদপুরে সাহিত্য সম্মেলন


প্রকাশিত: ১১:০৪ এএম, ০৩ মে ২০১৭

‘সৃজনে মননে সাহিত্য’- স্লোগানকে ধারণ করে চাঁদপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাহিত্য সম্মেলন। আগামী ৬ মে (শনিবার) বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ সম্মেলন।

সাহিত্য সম্মেলনের আয়োজন করেছে জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি এবং চাঁদপুর সাহিত্য একডেমী।

সম্মেলন উদ্বোধন করবেন চিত্রশিল্পী হাশেম খান। প্রধান অতিথি থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক ড. শামসুজ্জামান খান।

আলোচনা করবেন কবি আমিনুল ইসলাম, কথাসাহিত্যিক হরিশংকর জলদাস, কথাশিল্পী জাকির তালুকদার, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ এস এম দেলওয়ার হোসেন, নজরুল গবেষক আলী হোসেন চৌধুরী।

সম্মেলনে স্বাগত বক্তব্য রাখবেন চাঁদপুর সাহিত্য একাডেমীর মহাপরিচালক কাজী শাহাদাত। সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।