পুরস্কারের জন্য পাণ্ডুলিপি আহ্বান করেছে ছিন্নপত্র


প্রকাশিত: ০৭:২০ এএম, ৩০ এপ্রিল ২০১৭

ছিন্নপত্র প্রকাশনের উদ্যোগে ‘ছিন্নপত্র পাণ্ডুলিপি পুরস্কার’ প্রদানের জন্য পাণ্ডুলিপি আহ্বান করা হয়েছে। আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত নিয়মে পাণ্ডুলিপি জমা দিতে পারবেন।

নিয়মাবলী
যাদের আগে কোনো বই প্রকাশিত হয়নি, কেবল তারাই অংশগ্রহণ করতে পারবেন।
পাণ্ডুলিপি ছিন্নপত্র প্রকাশনের ই-মেইলে সুতন্বিএমজে ফন্টে এমএস ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে পাঠাতে হবে।
ইউনিকোডে পাঠানো পাণ্ডুলিপি গ্রহণযোগ্য নয়।
পাণ্ডুলিপি পাঠানো যাবে ৩০ জুন ২০১৭ খ্রিস্টাব্দ পর্যন্ত।

পুরস্কার
সেরা পাণ্ডুলিপিকে সম্মাননা সনদ, ক্রেস্ট ও সম্মানী প্রদান করা হবে।
ছিন্নপত্র প্রকাশন নিজখরচে পাণ্ডুলিপি বই আকারে ছাপাবে।
এছাড়া সেরা দশটি পাণ্ডুলিপিকে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হবে।

পাণ্ডুলিপি পাঠানোর ঠিকানা
ছিন্নপত্র প্রকাশনের ই-মেইল [email protected] ঠিকানায় পাঠাতে হবে।

যোগাযোগ
ছিন্নপত্র প্রকাশন, ৪৩ কনকর্ড এম্পোরিয়াম, ২৫৩-২৫৪ এলিফ্যান্ট রোড, কাঁটাবন, ঢাকা-১২০৫। আলাপ- ০১৭৮৯ ২৬৫০১৬, ০১৯৩৮ ৪১৬৬৫৩।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।