মজার ছড়া মন কেড়ে নেয়


প্রকাশিত: ১০:০১ এএম, ০৪ এপ্রিল ২০১৭

ছড়ার বই পড়তে সবারই ভালো লাগে। ভালো লাগাই স্বাভাবিক। কারণ আমরা প্রত্যেকেই মা-বাবা কিংবা নানা-নানির কাছ থেকে কমবেশি ছড়া শুনে শুনে বড় হয়েছি। ফলে ছড়া আমাদের মনে নিবিড়ভাবে মিশে আছে। তাই ছড়ার বই দেখলেই আমাদের তা পড়ে দেখতে ইচ্ছে হয়। আর ভালো ছড়ার বই পেলে তো কোনো কথাই নেই।

সম্প্রতি আমার হাতে একটি ছড়ার বই এসেছে। নাম ‘হাসির ছড়া খুশির ছড়া’। মুহাম্মদ তাহের হোসেনের ছড়ার বইটিতে মজার মজার ৬৫টি ছড়া রয়েছে।

মুহাম্মদ তাহের হোসেন তার ছড়ার বইয়ে পরিবেশ, প্রকৃতি, দেশপ্রেম ও মহান মুক্তিযুদ্ধের গৌরবগাথা সুনিপুণভাবে তুলে ধরেছেন। বইটি তিনি উৎসর্গও করেছেন শিশুদের। উৎসর্গের পাতায় তিনি লিখেছেন, ‘শিশু, ফুল, প্রকৃতি পৃথিবীর শ্রেষ্ঠ অনুভূতি, হৃদয়ে ছুঁয়ে যায়; দৃষ্টিনন্দনও, এরাই আমাদের পৃথিবীকে উৎসর্গ করেছে। শিশির ভেজা দুর্বাঘাসের শুভেচ্ছা এদের প্রতি।’

‘হাসির ছড়া খুশির ছড়া’র প্রত্যেকটি ছড়াই মন কেড়ে নেওয়ার মতো। এর প্রথম ছড়াটিই বই নিয়ে লেখা হয়েছে। এতে তিনি লিখেছেন-
‘বছরের প্রথম দিনে পেয়ে নতুন বই
শিশুরা সব আত্মহারা করে হৈ চৈ।
বই নিয়ে খুশি মনে
হাসি মুখে খেলে
নতুন বইয়ের গন্ধ শোকে
বইয়ের পাতা খোলে।’

এবার বলছি ‘ফুলের ভালোবাসা’ শিরোনামের একটি ছড়ার কথা। এতে তিনি লিখেছেন-
‘চাঁদের আলোয় হাসছে যামিনী
পলাশ, শিমুল, বেলী, জুই, চামেলী
বকুল, গাদা, চাঁপা আরো কত ফুল
হাওয়ায় হাওয়ায় খাচ্ছে তারা দোল।

অন্যদিকে ‘বউ যায় বাপের বাড়ি’ ছড়ায় ছড়াকার মুহাম্মদ তাহের হোসেন লিখেছেন-
‘বউ যায় বাপের বাড়ি
সাথে নিয়ে খেলনা গাড়ি
খেলনা গাড়ির নেই চাকা
গাড়ি চলে আঁকাবাঁকা।

আবার ‘কালবৈশাখী ঝড়’ ছড়ায় তিনি লিখেছেন-
‘বৈশাখী ঝড় আমের ঝড়
আম পড়েছে ধর ধর
ছেলেদের দল যত আছে
উঠছে সবাই আমের গাছে।’

‘হাসির ছড়া খুশির ছড়া’ বইয়ের প্রত্যেকটি ছড়াই সবার ভালো লাগবে। মন কেড়ে নেওয়া ছড়ার বইটি প্রকাশ করেছে হৃদ প্রকাশন। শিল্পী জসিম উদ্দিনের প্রচ্ছদ ও অলংকরণে এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৫০ টাকা।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।