সার্ক কবিতা উৎসবে জাহানারা পারভীনকে সংবর্ধনা


প্রকাশিত: ১১:৪৭ এএম, ০৬ মার্চ ২০১৭

ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত তিন দিনব্যাপী কবিতা উৎসবে বাংলাদেশের কবি জাহানারা পারভীনকে সংবর্ধনা দেয়া হয়েছে। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় ও বিশ্বভারতী সাহিত্য একাডেমির সহায়তায় আবৃত্তিলোক ও ব্রততী পরম্পরার উদ্যোগে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে কলকাতা এবং শান্তিনিকেতনে এই কবিতা উৎসব অনুষ্ঠিত হয়।

এতে বাংলাদেশের কবি জাহানারা পারভীন, নেপালের কবি ঈশ্বর প্রসাদ কাদেল, ভূটানের কবি সাডন ইহামো, আসামের কবি নীলিম কুমার ও উথরিসার খুঙ্গুর বাসুমাতারি যোগ দেন। এছাড়াও ভারতের কবি শঙ্খ ঘোষ, জয় গোস্বামী, বুদ্ধদেব দাশগুপ্ত, সুবোধ সরকার, শ্যামলকান্তি দাশ, মৃদুল দাশগুপপ্তের উপস্থিতি কবিতা উৎসবকে প্রাণবন্ত করে তোলে।

২৪ ফেব্রুয়ারি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মভূমি শান্তিনিকেতনের লিপিকা হলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় উৎসবের। প্রথম দিনের অনুষ্ঠান উদ্বোধন করেন বিশ্বভারতীর উাপাচার্য স্বপন কুমার দত্ত। স্বাগত ভাষণ দেন আবৃত্তিলোকের সভাপতি মালবিকা মিত্র।

উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে বিশ্বভারতীর সংগীতভবনের শিল্পীরা। সংবর্ধনা দেয়া হয় সার্কভুক্ত দেশ এবং ভারতের উত্তর-পূর্বাঞ্চলের কবিদের। কবিতা আবৃত্তি করেন ব্রততী বন্দোপাধ্যায়। আমন্ত্রিত কবিরা স্বরচিত কবিতা পাঠে মুগ্ধ করেন উপস্থিত দর্শকদের।

২৬ ফেব্রুয়ারি পিসি চন্দ্র গার্ডেনের অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় আবৃত্তিলোকের তিনদিনের এই উৎসব।

এমএম/এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।