হাবীবাহ্ নাসরীনের কবিতা


প্রকাশিত: ০৯:৩৯ এএম, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

তুমি মানে আমিও
       -হাবীবাহ্ নাসরীন

তুমি মানে তুমি নও, তুমি মানে আমিও
সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামী ও
সবচেয়ে সুরভিত, সবচেয়ে মায়াময়
ক্লান্তি শ্রান্তি শেষে প্রশান্তি ছায়াময়
টুকটাক কিছু কথা, কিছু রাগ অকারণ
যতটা তোমাকে দেখি সবটা অসাধারণ
তোমাকে দেখেই শিখি ভালোবাসা বিনিময়
আমি তো আনাড়ি খুব, কী থেকে কী যে হয়!
ভুল করে ভুল হলে ইশারায় থামিও
তুমি মানে তুমি নও, তুমি মানে আমিও!

আমি মানে আমি নই, আমি মানে তুমিও
হঠাৎ ক্লান্তি এলে ডানপাশে ঘুমিও
বামপাশে আমি রবো অপলক তাকিয়ে
চাঁদ তারা সাথী হবে রাতটাকে জাগিয়ে
তুমি যাবে ঘুমদেশে আমি হবো নিশাচর
তোমাতে নিমজ্জিত, প্রহরায় রাতভর
আঙুলে আঙুল গেঁথে পবিত্র বন্ধন
তুমি হবে আনন্দ, তুমি হবে ক্রন্দন
সুখের বাজবে বাঁশি, বেহালা, ঝুমঝুমিও
আমি মানে আমি নই, আমি মানে তুমিও!

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।