৬ বিদেশি কবিকে সম্মাননা


প্রকাশিত: ০২:৫৬ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৭

ছয় বিদেশি কবিকে সম্মাননা জানানো হয়েছে ঢাকা আন্তর্জাতিক কবি সম্মেলনে। এই ছয়জন মোট চার দেশের নাগরিক।

তারা হলেন- রাশিয়ার ভিক্টর পোগাদাইভ, জার্মানির ইওনা বুরঘার্ট ও টোবিয়াস বুরঘার্ট, অস্ট্রিয়ার মেনফ্রেড কোবো, মারিয়া ডি লো এনজেলেজ কামাচি রিভা ও পুয়ের্তো রিকোর লুস মারিয়া লোপেজ।

বাংলাদেশের কবিতা উদ্যোগ ‘কথক’ আয়োজনে শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমিতে এ সম্মেলনে তাদেরকে সম্মাননা জানানো হয়। সম্মেলন উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। এ সম্মেলন শেষ হবে আজ শনিবার।

সম্মেলনে ‘বিশ্ব সেরা সমকালীন এই ছয় কবির কবিতা’,  ‘মেনফ্রে কোবোর কবিতা’, ‘হান্ড্রেড পোয়েমস অব বাংলাদেশ’, ‘সামিট অ্যান্থলজি’ ও ‘গোধূলী লগন’সহ সাতটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।