১ ফেব্রুয়ারিকে কবিতা দিবস ঘোষণার দাবি


প্রকাশিত: ০৯:২৮ এএম, ৩০ জানুয়ারি ২০১৭

১ ফেব্রুয়ারিকে ‘কবিতা দিবস’ হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছে জাতীয় কবিতা পরিষদ। আজ সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এবারের জাতীয় কবিতা উৎসবের আহ্ববায়ক কবি রবিউল হুসাইন এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়- আগামী ১ ফেব্রুয়ারি থেকে দুইদিনব্যাপী কবিতা উৎসবের আয়োজন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বরে এই উৎসব অনুষ্ঠিত হবে। এবারের উৎসবের প্রতিপাদ্য বিষয় ‘কবিতা মানে না বর্বরতা’।

জাতীয় কবিতা উৎসব উপলক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনের সভাপতিত্ব করেন কবি মুহাম্মদ সামাদ। এতে লিখিত বক্তব্য পেশ করেন জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক তারিক সুজাত।

তারিক সুজাত বলেন- স্বৈরশাসনের বিরুদ্ধে শৃঙ্খল মুক্তির ডাক দিয়ে যে কবিতা উৎসবের শুরু ১৯৮৭ সালে, কালের পরিক্রমায় সে উৎসব আজ ত্রিশ বছর অতিক্রম করেছে। বিগত ত্রিশ বছর ধরে এই উৎসব থেকে প্রতিবছর বাংলাদেশের শুভবাদী কবিরা যে মর্মবাণী উচ্চারণ করেছেন তাই সমগ্র জাতির কণ্ঠস্বর হিসেবে বিবেচিত হয়েছে।

পরিষদের আহ্বায়ক মুহাম্মদ সামাদ বলেন- দুইদিনব্যাপী উৎসবে দেশ-বিদেশের প্রায় ৩০০ জন কবি অংশ নেবেন। ইতোমধ্যেই দুইশ’র অধিক কবি নিবন্ধন করেছেন। ভারত, রাশিয়া, অস্ট্রিয়া, সুইডেন, জার্মানি, আর্জেন্টিনার কবিরাও উৎসবে অংশ নেবেন বলে জানান তিনি।

কবি রবিউল হুসাইন বলেন, সংগঠনটির জন্মের পর থেকেই সব অশুভ শক্তির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। কবিতা দিয়েই শুভবুদ্ধির উদয় ঘটনো যায় এবং জাতীয় কবিতা পরিষদ তাই চেষ্টা করে আসছে।

এবারে জাতীয় কবিতা পরিষদ কবি সাজ্জাদ কাদিরকে পুরস্কার এবং বেলাল চৌধুরীকে সম্মাননা জানাবে বলে সংবাদ সম্মেলন থেকে ঘোষণা করা হয়।

এসময় কবি কাজী রোজী, কবি আসলাম সানিসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এএসএস/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।