বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণা


প্রকাশিত: ১০:৫৪ এএম, ২৩ জানুয়ারি ২০১৭

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬ ঘোষণা করা হয়েছে। এ বছর সাতজন বিশিষ্ট কবি, লেখক এবং গবেষক এ পুরস্কার পেয়েছেন।

আজ সোমবার বিকেল সাড়ে ৩টায় এক সংবাদ সম্মেলনে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান সংবাদ সম্মেলনে পুরস্কার ঘোষণা করেন।

পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন— কবিতায় আবু হাসান শাহরিয়ার, কথাসাহিত্যে শাহাদুজ্জামান, প্রবন্ধ ও গবেষণায় মোরশেদ শফিউল হাসান, অনুবাদে ড. নিয়াজ জামান, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে ডা. এম এ হাসান, আত্মজীবনী বা স্মৃতিকথায় নূরজাহান বোস এবং শিশুসাহিত্যে রাশেদ রউফ।

বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বরেণ্য লেখকদের মাঝে এই পুরস্কার বিতরণ করবেন।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।