কাল আদিবাসী প্রেমিকার মুখের প্রকাশনা উৎসব


প্রকাশিত: ০২:৫৫ পিএম, ১৯ ডিসেম্বর ২০১৬

কবি ও কথাসাহিত্যিক এহসান মাহমুদের কাব্যগ্রন্থ ‘আদিবাসী প্রেমিকার মুখ’র প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে।

আগামীকাল ২০ ডিসেম্বর সকাল ১১টায় চট্টগ্রামের আব্দুল খালেক মিলনায়তনে প্রকাশনা উৎসব শুরু হবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি, প্রাবন্ধিক ও সাংবাদিক আবুল মোমেন, রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফরিদ মাহমুদ, কবি ও শিশুসাহিত্যিক মানজুর মুহাম্মদ।

মুখ্য আলোচক হিসেবে থাকবেন চবি’র নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন।

উল্লেখ্য, এহসান মাহমুদ বর্তমানে বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম কেন্দ্রে কর্মরত। এরআগে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘একাত্তরের লালমিয়া’ ব্যাপক আলোচিত হয়। কবিতার পাশাপাশি উপন্যাসেও পাঠকের ভালোবাসা অর্জন করেন। ‘আদিবাসী প্রেমিকার মুখ’ তার তৃতীয় গ্রন্থ।

এসইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।