কালের ধ্বনির সাহিত্যকর্ম পাঠোৎসব শুক্রবার


প্রকাশিত: ১০:৪৩ এএম, ১৯ ডিসেম্বর ২০১৬

কালের ধ্বনির অর্ধযুগপূর্তিতে দশ তরুণের সাহিত্যকর্ম পাঠোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী ২৩ ডিসেম্বর শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ডেইলি স্টার সেন্টারের এসএম আলী লাইব্রেরি হলে এ উৎসব অনুষ্ঠিত হবে।

কবি ও লেখক সৈয়দ আবুল মকসুদের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন কবি আসাদ চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন কথাসাহিত্যিক রফিকুর রশিদ, কবি শোয়াইব জিবরান, সাংবাদিক কাজল রশীদ শাহীন এবং কবি আশিক রেজা।

পাঠোৎসবের দশ তরুণ হলেন- কাজী বর্ণাঢ্য, কিঙ্কর আহ্সান, জব্বার আল নাঈম, নিলয় রফিক, শামসুল হক শামস, শরাফত হোসেন, শামস সাইদ, সৌম্য সালেক, মাজহার সরকার ও রাসেল রায়হান।

দশ তরুণকে নিয়ে আলােচনা করবেন মাইনউদ্দিন সরকার, মুহাম্মদ মহিউদ্দিন, আশরাফ জুয়েল, আলমগীর রেজা চৌধুরী, জগলুল হায়দার, সরকার আবদুল মান্নান, মাহমুদুল বাসার, হাসান হাবিব, শরীফ সিরাজ এবং ইফতেখার মাহমুদ।

এসইউ/জেআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।