শিশু একাডেমিতে বিজয়ের ছড়া


প্রকাশিত: ০২:২৪ পিএম, ১৭ ডিসেম্বর ২০১৬

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি দু’দিনব্যাপী অনুষ্ঠামালার আয়োজন করেছে। শনিবার বিকেল ৪টায় শিশু একাডেমির প্রশিক্ষণার্থীদের স্বরচিত ছড়া আবৃত্তি এবং আমন্ত্রিত ছড়াকারদের ছড়া পাঠ অনুষ্ঠিত হয়।
     
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি আসাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শিশুসাহিত্যিক সুকুমার বড়ুয়া, আখতার হুসেন, রফিকুল হক দাদুভাই।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

এমএসএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।