বৈচিত্র্যময় হাওরের মোড়ক উন্মোচন


প্রকাশিত: ০১:২০ পিএম, ১৯ নভেম্বর ২০১৬

কারার মাহমুদুল হাসান সম্পাদিত ‘বৈচিত্র্যময় হাওর’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ শনিবার সকাল সোয়া ১০টায় বইটির মোড়ক উন্মোচন করা হয়।

ড. মিজানুর রহমান শেলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আরো উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের সভাপতি ইলিয়াস কাঞ্চন, সংসদ সদস্য আফজাল হোসেন, ছবি বিশ্বাস, রেবেকা মোমেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রুহুল আমিন মাহমুদ।

হাওর বিশেষজ্ঞ ১৫ জনের লেখা নিয়ে বইটি সম্পাদনা করেছেন হাওরের সন্তান নিকলী উপজেলার বাসিন্দা সাবেক সচিব কারার মাহমুদুল হাসান।

বক্তারা হাওরের টেকসই উন্নয়নের লক্ষ্যে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপক ও হাওরের ১৫০ প্রজাতির মাছ সংরক্ষণের জন্য বিশেষ পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

এসইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।