প্রেমশ্রম


প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ০৭ আগস্ট ২০১৪

গালিতে ভরিয়ে দাও আমার উঠোন
তবু চুপ থেকো না বুক শুকিয়ে যায়
গার্মেন্ট শ্রমিকদের মতন।

চুপ থাকো যদি তুমি প্রেমমালি
আমি আমার ন্যায্য ভালোবাসা পাবো না
নির্বিঘ্নে নষ্ট হয়ে যাবো
মন হাড়ের সাথে গিয়ে মিশবে প্রেম অনশনে
ফিরতে তো হবে জীবনে,

রাত পোহালে সকাল থেকেই তোমার পুজো দিই
রুমালে মন বেন্ধে অর্ঘ্য সাজাই কার তরে
দ্বিপ্রহরে হাঁটু গেড়ে সেবা দেই দেবী সান্নিধ্যে

আপনার সকল বিসর্জনে
প্রেমময় জীবন অর্জনের বিনম্র চেষ্টা
তুমি ব্যর্থ করো না গালিতে
ভরিয়ে দাও আমার উঠোন
তবু চুপ থেকো না বুক শুকিয়ে যায়
গার্মেন্ট শ্রমিকদের মতন।

জানি অভাব জয়ের চিৎকার তোমার কাছে
শীৎকারের মতন তারপরও
কথা কিন্তু সাপটা সোজা মারছো
মারো কষ্ট দাও দেবালয় ভেবে
মানছি আরও তবু প্রেমশ্রম বুঝিযে দাও,
ওটা জীবন- এ্যাই শুনছো,
চুপ করে থেকো না !!

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।