জামালপুরে হুমায়ূন উৎসব পালিত


প্রকাশিত: ১০:৩৮ এএম, ১৩ নভেম্বর ২০১৬

নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরে পঞ্চম হুমায়ূন উৎসব পালিত হয়েছে।

জামালপুর হুমায়ূন উৎসব উদযাপন পরিষদের আয়োজনে রোববার সকাল থেকে এ উৎসব শুরু হয়।

সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য আনন্দ পদযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বকুলতলায় গিয়ে শেষ হয়।

এর আগে র‌্যালিপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন হুমায়ূন উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক মোহতাসিম হাদী রাফী, সদস্য হিশাম আল মাহান্নাভ, তারিকুল ফেরদৌস, ফজলে রাব্বী সৌরভ, সাবরিনা তাবাসসুম ভাষা প্রমুখ।

এছাড়াও দিনব্যাপী কেককাটা, আলোচনা সভা, বইমেলা, চলচ্চিত্র প্রদর্শনী, চিত্রাঙ্কন, কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।