কথাসাহিত্যিক ও সাংবাদিক সালাম সালেহ উদদীনের জন্মদিন আজ


প্রকাশিত: ০৭:৫০ এএম, ০২ নভেম্বর ২০১৬

কথাসাহিত্যিক ও সাংবাদিক সালাম সালেহ উদদীনের ৫১তম জন্মবার্ষিকী আজ। ১৯৬৫ সালের এ দিনে তিনি ঢাকা জেলার দোহারে জন্মগ্রহণ করেন। আড়াই দশকের বেশি সময় ধরে লেখালেখি ও সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

সালাম সালেহ উদদীন ১৯৮৮ সালে সাপ্তাহিক মূলধারায় সহ সম্পাদক পদে যোগদানের মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। এর পর কাজের ধারাবাহিকতায় ১৯৯২-২০০৭ সাল পর্যন্ত দৈনিক আজকের কাগজে সহকারী সম্পাদক ও একই সঙ্গে সাহিত্য সম্পাদক পদে সাংবাদিকতা করেন।

২০০৮ সালের জুলাইয়ে তিনি দৈনিক যায়যায়দিনে সহকারী সম্পাদক ও সাহিত্য সম্পাদক পদে যোগ দেন। একই সঙ্গে তিনি দৈনিক যায়যায়দিনের ‘সাপ্তাহিক প্রতিচিত্র’র নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। আড়াই দশক ধরে সম্পাদনা করছেন শিল্প-সাহিত্যের ছোটকাগজ ‘অরুন্ধুতী’। গল্প, উপন্যাস, প্রবন্ধ, উন্নয়ন, কলাম, শিশুতোষ, প্রবচন ও নারী বিষয়ক গ্রন্থ লিখেছেন একাধিক।

১৯৬৫ সালের এই দিনে ঢাকার দোহারের নাগেরকান্দা গ্রামে সালাম সালেহ উদদীন জন্মগ্রহণ করেন। বাবা মো. আবুল বাশার ও মা আনোয়ারা খাতুনের ছয় সন্তানের মধ্যে তিনি বড়। সালাম সালেহ উদদীন ১৯৯৫ সালের ৬ অক্টোবর মিতা সালেহ উদদীনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির প্রিয় সালেহ উদদীন, প্রিয়তি সালেহ উদদীন ও মিনতি সালেহ উদদীন নামে তিন ছেলেমেয়ে রয়েছে।

সালাম  সালেহ উদদীন ১৯৮১ সালে বাহ্রা হাবিল উদ্দীন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি, ১৯৮৩ সালে ঢাকা কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে ১৯৯১ সালে মাস্টার্স সম্পন্ন করেন।

তার প্রকাশিত উল্লেখযোগ্য বই হচ্ছে, অদূরবর্তী কেউ, প্রার্থনার দুই পর্ব, শহরে সাদা কাক চোখে পড়ে না, ধূলি রংয়ের মানুষ, ঠাকা জ্বলে ওঠে অন্ধকারেও, এভাবেই রাত এভাবেই দিন, শীতে ও অন্ধকারে আমরা, স্বপ্নের দিন স্বপ্নের রাত, ছায়াশরীর, জন্মদৌড়, নীল ডানায় স্বপ্ন, নারীর বিপরীতে এক জীবন, নগরবালা ইত্যাদি।

কাজের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন গুণীজন পদক-২০০০, কবি কাদের নওয়াজ স্বর্ণপদক-২০০৩, মহান মার্চ সম্মাননা-২০১২।  

এইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।