কবি নাজমুল হক নজীরের ৬১তম জন্মদিন আজ


প্রকাশিত: ০৫:৪১ এএম, ২৫ সেপ্টেম্বর ২০১৬

‘আয় কে যাবি আয়রে তোরা আয়/আমার সাথে সবুজ শ্যামল গাঁয়/পাখির গানে ঘুম ভাঙ্গাবো/গলায় তোর মালা পরাবো/পথ দেখাবো পূব দখিণা বায়/দূর্বা ঘাসে পথ চলাবো নবান্নতে অন্ন দেবো ঘুম পাড়াবো ছই বাঁধানো নায়...।’ অস্তিত্বের শেকড়ে ফেরার এমন আহ্বান যিনি কবিতার পঙক্তির মাধ্যমে জানিয়েছেন তিনি কবি নাজমুল হক নজীর। আজ ২৫ সেপ্টেম্বর কবির ৬১তম জন্মদিন। দশক গণনায় সত্তর দশকের হলেও নাজমুল হক নজীর বাংলার একজন মৌলিক কবি। তাঁর কবিতার সহজ প্রকাশভঙ্গি ও গভীর জীবনবোধ পাঠককে সহজেই আকৃষ্ট করে।

ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল থেকেও যেকোনো কবি নিজস্বতা নিয়ে কবিতা লিখতে পারেন নাজমুল হক নজীর তা মনে রেখেছিলেন। আর এ কারণে তিনি আমাদের উপহার দিতে পেরেছিলেন- ‘আয়নায় আপন অবয়ব’ অথবা ‘নোনা জলের বাসিন্দা’র মতো কিছু কালজয়ী কবিতা।

কবির কাব্যগ্রন্থ- ‘নোনা জলের বাসিন্দা’, ‘স্বৈরিণী স্বদেশ’, ‘কালো জোৎস্নার এক চুমুক’, ‘কার কাছে বলে যাই’, ‘ঘুরে দাঁড়াই স্বপ্নপুরুষ’, ‘স্বপ্ন বাড়ি অবিরাম’, ‘এভাবে অবাধ্য রঙ্গীন’, ‘ভিটেমাটি স্বরগ্রাম’। ছড়াগ্রন্থ- ‘সাধনার ফসল’, ‘আবার শ্লোগান’, ‘ইষ্টি কুটুম মিষ্টি কুটুম’। সম্পাদিত গ্রন্থ ‘গাজী খোরশেদুজ্জামানের কিশোর কবিতা’ এবং ফরিদপুর অঞ্চলের ইতিহাস বিষয়ক গবেষণা গ্রন্থ ‘আমাদের ফরিদপুর-১ অঞ্চল’।  

কবির জীবদ্দশায় পাওয়া সম্মাননা- কবি শামসুর রাহমান স্মৃতি পুরস্কার, কবি খান মুহাম্মদ মঈনউদ্দিন সাহিত্য পুরস্কার, কবি গোবিন্দ চন্দ্র দাস স্মৃতি পদক, শ্রী হরিদর্শন পুরস্কার ও ভারত থেকে রাহিলা সাহিত্য পুরস্কার।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।