অনুভূতির ভীতি


প্রকাশিত: ০৫:৪০ পিএম, ০৩ আগস্ট ২০১৪

এখন তোমার কষ্ট হয় আমি বুঝি
রাত হলে ঘুম হয়না
ফোনে তোমায় কেউ পায় না
এখন তোমার উঠতি সময় পতনের নয়
চোখের তারা জ্বলজল করে সারাটা সময়
ভ্যাপসা গরমে রক্ত আগুনে তরুপল্লব
আমার দুয়ারের পাটাতন খোলা,
খুলিয়াছি সব
ভেজা আকাশ আজ শেষ রাতে খেলা
তোমার মাঠেই ভালোবাসার মেলা
সেখানে ফুলের বনে মধুপোকাটা আজ মগ্ন লীলায়
বৃষ্টি হয়েই রঙ্গীন কিছু গন্ধ বিলায়
মমতা ভিজে মনে মনে তাই
সুর হয়ে যায় চোখে নৃত্য
নি:শ্বাস দিয়ে দৃষ্টির দাগ মুছি
আর শরীর উদোম করে তোমার সুন্দর আমি খুঁজি।
এখন যে তুমি নষ্ট হওনা,
সেটাও আমি বুঝি !

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।