গুচ্ছ কবিতা : জিনাত জাহান খান
আমার ভালো লাগে
আমাদের বাড়ির সামনে একটা জলাশয় আছে
সেখানে রোজ অনেক হাঁস খেলা করে
আমার ভালো লাগে;
আমাদের বাড়ির সামনে জলাশয়ে
রাত হলে চাঁদ দোল খায়
আমার ভালো লাগে;
খুব বেশি জ্যোৎস্না উঠলে, জলের রঙ পালটে যায়
আর মাছেরা ডুব দিলে, পদ্ম ফুটে ওঠে
পৃথিবীর সব পদ্ম এখানে ফোটে...
চুক্তি
আমার ব্যক্তিগত আর্ট গ্যালারির ক্যানভাসে
কোনো জিরাফের ছবি নেই
কাল রাতে একটা
কথা বলা মাছ ছিলো আমার সাথে
হুইসেল
ভরাট বৃত্তে আঙুল রেখে
অনুভব করো সেলাইকলের ব্যথা,
গতকাল দুপুর থেকে রেডিও-গানের
সাথে সাথে চলছিলো, ঝড় ও ঝরাপাতা
অদ্ভুত সুন্দর এক শাদা কাগজ!
পৃষ্ঠা জুড়ে আঁকা অসংখ্য চুল্লি, প্যারেড তালে
বেরিয়ে আসছে গনগনে আগুন...
তোমার ড্রিল টিচারের আজ
অনেক অসুখ , হুইসেল জানে
আগুনের রিং
০১
কোথাও কোথাও হয়তো বৃষ্টি নেমেছে,
পাতার উপর থেকে বড় ফোঁটার জল পড়ছে।
হাসির শব্দে মেঘেদের স্তর প্রায় দেউলিয়া -
পাশের বাড়িতে নিমন্ত্রণ...
০২
স্নানঘর থেকে সাবান ছিটকে, প্রার্থনা জলে।
গানের আসরে মাদুরদৌড়, হাতে চায়ের কেটলি
দূরে শ্মশানঘাটে আজ চিতা জ্বলেনি!
০৩
এই এলাকায় কোনো ঘোড়া নেই,
জ্যোৎস্নাহীন আলো-আলো খেলা দুলছে
সামনের জংগলে ছুঁড়ে দেয়া
আগুনের রিং দেখে, নিশ্চয়ই বাঘ লাফাবে।
এইচআর/পিআর