নবীন-এর ‘প্রাচীর ভাঙ্গার নেশা’


প্রকাশিত: ১০:৩৯ এএম, ১১ জানুয়ারি ২০১৫

অমর একুশে গ্রন্থমেলা-২০১৫ তে সাংবাদিক জোবায়ের আহমেদ নবীন এর কাব্যগ্রন্থ ‘প্রাচীর ভাঙ্গার নেশা’ আসছে। গুপু ত্রিবেদীর আঁকা প্রচ্ছদে চার ফর্মার এ কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে মহাকাল প্রকাশনী। একুশের গ্রন্থমেলায় মহাকাল প্রকাশনীর স্টলে মেলার প্রথম দিন থেকেই বইটি পাওয়া যাবে বলে জানিয়েছেন প্রকাশক মো. মনিরুজ্জামান।

‘প্রাচীর ভাঙ্গার নেশা’ কাব্যগ্রন্থটি সম্পর্কে প্রকাশক মনিরুজ্জামান বলেন, ‘জোবায়ের আহমেদ নবীন প্রায় একযুগ ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত, সেই সঙ্গে লেখা-লেখিও করছেন। আমার অনেকদিনের ইচ্ছে ছিল তার একটি কাব্যগ্রন্থ প্রকাশ করার। অবশেষে তা করতে পেরে আমি আনন্দিত। পাণ্ডুলিপি পড়ার পরে আমার মনে হয়েছে অসাধারণ জীবনবোধ আর ভালোবাসার গল্পে ভরা এ বইটি পাঠক সমাদৃত হবে।’

‘প্রাচীর ভাঙ্গার নেশা’ কাব্যগ্রন্থটি অমর একুশে গ্রন্থমেলায় মহাকাল প্রকাশনীর স্টলে, শাহবাগের পাঠক সমাবেশে, দেশের বিভিন্ন লাইব্রেরিতে এবং অনলাইনে রকমারি ডটকম ওয়েব সাইটের মাধ্যমে সংগ্রহ করা যাবে বলে জানান তিনি।

এ সম্পর্কে জোবায়ের আহমেদ নবীন বলেন, ‘এর আগে ২০০৪ সালে একুশে বই মেলায় যৌথভাবে একটি কবিতার বই বের হয়েছে। তবে এককভাবে এটাই প্রথম। তাই অনুভূতিটা একটু অন্যরকম। আসলে কবিরা চিরকালই সুন্দরের পূঁজারী, তবে সে সৌন্দর্য দৈহিক গড়নে নয়, অন্তরায়। হৃদয় গহীনে লুকানো ভালোবাসার সুপ্ত আলো খুঁজে বের করার মাঝেই তাদের আনন্দ।’

তিনি বলেন, ‘কবিতা আনন্দের হয়, কষ্টেরও হয়, আবার সেই সব কষ্টের মাঝে সুখবোধও জেগে ওঠে, তখন অশান্ত হৃদয় মেতে ওঠে প্রাচীর ভাঙ্গার নেশায়।’

‘প্রাচীর ভাঙ্গার নেশা’ সম্পর্কে নবীন বলেন, ‘এটিকে কাব্যগ্রন্থ বললে ভুল হবে। এটি আসলে সংক্ষিপ্ত পরিসরে এক একটা জীবনবোধের গল্প। আশাকরি কবিতা প্রেমীদের বইটি ভালো লাগবে।’

উল্লেখ্য, স্বভাব সুলভ কবি জোবায়ের আহমেদ নবীনের জন্ম ১ মার্চ ঢাকায়। বেড়ে উঠেছেন পুরান ঢাকার চকবাজারে। পৈত্রিক নিবাস বিক্রমপুরের গাওদিয়া গ্রামে (মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানায়)। লেখাপড়া করেছেন বিবিএস অনার্স (মার্কেটিং), এমবিএস (মার্কেটিং), এমবিএ (ফিন্যান্স)। পেশায় সাংবাদিক। দৈনিক মানবকণ্ঠে জ্যেষ্ঠ সহ-সম্পাদক পদে কর্মরত আছেন। এর আগে কাজ করেছেন, দৈনিক যায়যায়দিন, বাংলাদেশ টুডে, এপিপি বাংলা ও বাংলাবাজার পত্রিকাসহ দেশ-বিদেশের বেশ কয়েকটি পত্রিকায়। নিজের সম্পাদনা ও প্রকাশনায় টানা আট বছর বের করেছেন, নবীনসূর্য ও নবযুগ নামে দুইটি সাহিত্য পত্রিকা। ২০০৪ সালের একুশে বই মেলায় ‘চোখের জলে লেখা’ নামে তার একটি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।