ওয়ালিদ জামানের কবিতা

ভুল জ্যোৎস্নায় মন পুড়ে যায়

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:৫৭ পিএম, ২৫ মার্চ ২০২৫

আকাশ দেখা তোমার সাথে আর কখনো জমবে না
কেড়ে নিলেও ভালো থাকা ভালোবাসা কমবে না
রোদের ওপর মেঘ ভাসবে রইবে আকাশ চুপ যেন
এমন দিনে নয়ন জলে বৃষ্টি বইবে খুব কেন?

একলা থাকা এক বিকেলে মনের ব্যথা কমবে না
বুকপকেটের একটি চিঠির আকুলতা দমবে না
নীরব ব্যথায় নিয়ন আলো লাগবে জানি খুব বুনো
তবুও বলি সময় পেলে মনের কথা আজ শোনো!

বিজ্ঞাপন

ভরদুপুরে বুকের দহন শীতলতা মানবে না
হৃদয়জুড়ে ব্যাকুলতা কেউ বুঝি তা জানবে না
পোড়বে যখন মনখানি চাইবে তোমায় ঠিক জেনো
চলতে গিয়ে মন ভুলে ভুলছি না কো একদিনও!

গভীর রাতে তোমার এখন আকাশ দেখা বারণ
জানতে আজও ইচ্ছে জাগে ফিরিয়ে দেবার কারণ
ভুল জ্যোৎস্নায় মন পুড়ে যায় আবার যদি কখনো
বলবে নাকি ভালোবাসা নকল ছিল শেখানো!

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসইউ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।