যুক্তরাজ্যের লিডসে কাব্যশীলনের বসন্তবরণ

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

বসন্তের স্নিগ্ধ আগমনে যুক্তরাজ্যের লিডসে হয়ে গেল বসন্তবরণ উৎসব। সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন কাব্যশীলনের উদ্যোগে ১৫ ফেব্রুয়ারি লিডসের একটি মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে সংগীত, নৃত্য, আবৃত্তি, শ্রুতি-আলেখ্য পরিবেশিত হয়।

লিডস ও আশপাশের শহর থেকে বাঙালি ও অবাঙালি দর্শক আয়োজনকে প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন ইউক্রেনের জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী ও বান্দুরা বাদক একা। উৎসবে বাংলাদেশ, ভারত, যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন দেশের শিল্পীরা অংশ নেন।

বিজ্ঞাপন

যুক্তরাজ্যের লিডসে কাব্যশীলনের বসন্ত বরণ

লিডসের প্রখ্যাত উপশাস্ত্রীয় সংগীতশিল্পী সুমনা বসু, সংগীতশিল্পী সৈয়দ হাসান, ওড়িশি নৃত্যশিল্পী জয়তী পাল, ধ্রুপদী ও লোকনৃত্যশিল্পী সুমাইয়া ইমাম সুচিতা ও অর্জিতা দাশ তাদের পরিবেশনায় মুগ্ধ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরও অংশ নেন লিডস বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. মাট প্রিটচার্ড, লেখক ক্রিস্টিন কামেন্সিকোভা, কবি ও গল্পকার শ্রী গাঙ্গুলী, চিত্রশিল্পী ও আবৃত্তিকার নাজিয়া আমিন, আবৃত্তিশিল্পী সামান্তা ওয়াকার, নাজমা ইয়াসমিন, মিতুল ইফফাত, ডা. পাম ঘোষ, ডা. কানিজ ফাতেমা চৌধুরী, ডা. শারমীন নিজাম।

আরও পড়ুন

উত্তর ইংল্যান্ডের দুই প্রধান সাংস্কৃতিক সংগঠন ‘আলোড়ন’ ও ‘পূরবী’র প্রতিনিধিরাও অংশ নেন। শিশুশিল্পী শ্রীয়াসি ভট্টাচারিয়া, আদিশ্বর ও প্রজ্ঞার পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে রাখে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

যুক্তরাজ্যের লিডসে কাব্যশীলনের বসন্ত বরণ

সৌধের পরিচালক কবি টি এম আহমেদ কায়সার বলেন, ‘বসন্ত মানেই তারুণ্যের উদ্দীপনা, প্রাণের উচ্ছ্বাস এবং রঙের বৈচিত্র্য। কাব্যশীলন যে এ ধরনের একটি ব্যতিক্রমী ও সৃজনশীল আয়োজন করেছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।’

কাব্যশীলনের নির্বাহী সম্পাদক সৈয়দ আনোয়ার রেজা বলেন, ‘বাংলা সংস্কৃতি এখন বিশ্ব সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। বসন্ত বরণ উৎসবের মাধ্যমে সংস্কৃতির সৌন্দর্য, প্রাণচাঞ্চল্য ও উজ্জ্বলতা উদযাপন করে মানুষের হৃদয়ে স্পন্দন জাগানোর চেষ্টা করেছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘বসন্ত যেমন প্রকৃতিতে নিয়ে আসে নতুন রং; তেমনই কাব্যশীলনের এ আয়োজন দর্শক হৃদয়ে অনন্য রঙের ছোঁয়া দিয়ে গেল। বাংলা সংস্কৃতি যে বিশ্বজনীন; সে বার্তাই তুলে ধরলো কাব্যশীলন।’

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।