আলাউদ্দিন হোসেনের ছড়া

হলদে হাসি এবং শীতের ভোরে

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৯:১১ এএম, ১৩ জানুয়ারি ২০২৫

হলদে হাসি

সরষে ফুলে রং লেগেছে
প্রকৃতিজুড়ে হাসি
মৌমাছিদের রূপের ভেলা
খুশি মধু চাষি।

সবুজ মাঝে হলদে হাসি
আহারে কি রূপ
হাসিমাখা রূপের ছোঁয়া
মাঠ প্রান্তর চুপ।

বিজ্ঞাপন

দিগন্ত জোড়া হলদে চাদর
শীতল বাতাসে ঘ্রাণ
পল্লিগাঁয়ে হলদে হাসি
জুড়ায় মন-প্রাণ।

****

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শীতের ভোরে

দূর্বাঘাসে শিশির হাসে
খেজুর গাছে হাঁড়ি
সূর্য মামা উঁকি মারে
চলে পাখির সারি।

সারি সারি রসের হাঁড়ি
কুয়াশা ভেজা ভোর
জোয়াল কাঁধে গরু চলে
রাখাল দেয় দৌড়।

কৃষক ছোটে ক্ষেতের কাজে
হাঁড়কাঁপানো শীত
শীত পোহাতে মনের সুখে
কৃষক ধরে গীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।