সমকালীন ছড়া: গিন্নির ভাষণ
মান চাও মান দেবো,
তাতে বাড়ে সম্মান!
শতবার মিনতি করি
রেগো না গো চান।
রাগ করা পাগলামি,
ক্ষতি অতিশয়!
রেগে গেলে হার হয়
গুরুজনে কয়!
রাগ করা অতি বারণ
পানে খসলেই চুন!
অন্তরে অন্তরের জন
নীরবে হয় খুন!
অতি রাগে গঙ্গা বয়
অভিমানীর দিলে।
নীরবে নিভৃতে প্রেমী
জ্বলে তিলে তিলে!
টুনটুন রাগে বাড়ে প্রেম,
প্রেয়সী হয় উতলা!
টেকসই রাগে সর্বনাশ;
অন্যপক্ষ খেলে খেলা!
সংসার রণে দুজন দুখানে
আবার নতুন সংসার!
প্রথমের মতো কভু হয় না,
সন্তানের চির অন্ধকার।
শূন্য আসন শূন্যস্থান
কখনো হয় না পূরণ!
জোড়াতালির জীবনে
সংসারে টানাপোড়েন!
অভিযোগ অনুযোগ সব
বলো মন খুলে!
ভালোবাসি যদিই বলো
এসো ক্ষমার আঁচলে।
রাগে সংসার রণক্ষেত্র
ক্ষমায় ভালোবাসার চাষ!
অভিমানের আনন্দশ্রুতে
সোনালি দিনের আশ!
এত বড় ভাষণ দিলাম
ঢুকেছে কি কিছু কানে?
কার পাল্লায় পড়েছি হায়!
জগলু আছে কোন ধ্যানে?
এসইউ/এমএস