আমির হোসেনের কবিতা

নেইলপলিশ এবং অন্যান্য

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:৪৫ পিএম, ০৮ জানুয়ারি ২০২৫

নেইলপলিশ

প্রেমের খাতিরে তোমাকে বলি না অনেক কিছুই
যেমন ধরো, বিপ্লবী সন্ধ্যায় যখন আমি গবেষণায় বসি তোমার ছেঁড়া ব্লাউজ নিয়ে...
চোখ ধাঁধানো নেইলপলিশ তখন হয়ে ওঠে প্রেমের বর্ণমালা।

হেলাল হাফিজ তোমার ওড়নাকে প্রেমের জায়নামাজ সম্বোধন করলেও
আমি সম্বোধন করছি আমার হৃদয়ের পতাকা হিসেবে।

****

কবিতা লেখা নিষেধ

কুয়াশার বানানকে মাইনাস করে
বাটারফ্লাইয়ের মতো উড়ে যায় ধোঁয়া
দেখা যায় না,
চেনা যায় না ও ভাবা যায় না এমন এক নিরুদ্দেশ রোদের নিমন্ত্রণে
কলমি ডাঁটা,
দূর্বাঘাস ও ধুলোবালি ভিজিয়ে রাখে তাদের উর্বর দেহগুলো।

****

মক্তব

যেদিন হতে মক্তব ছেড়েছি
সেদিন হতে
কিতাবের শাসন দেখিয়ে
বহুরূপী আদমসুরাত দেহগুলো টেনে ধরেছে আমার খেলনা পতুল।

****

গোলাপজল

কুসুম কলি খেলতে গিয়ে
আমি মশকো করি গানের লিরিকঃ
নিষিদ্ধ বস্তুতে হাত রাখতে গিয়ে
মুখ থুবড়ে পড়ি গোলাপজলের গ্লাসে।
নামগোত্রহীন চিঠিতে পেয়েছি বেওয়ারিশ লাশের ঠিকানা।

হে জেসাস
সপ্তাহের কোন দিনটি আসলে তোমার

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।