শুভজনের যুগপূর্তিতে পদক ও সম্মাননা পেলেন ৮ গুণিজন
শুদ্ধধারার সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন শুভজনের যুগপূর্তি উপলক্ষে ৮ গুণিজনকে শুভজন পদক ও সম্মাননা দেওয়া হয়েছে। সম্প্রতি রাজধানীর সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এক আয়োজনের মধ্য দিয়ে তাদের হাতে পদক ও সম্মাননা তুলে দেওয়া হয়। ‘শুভজন পদক ২০২৩’ পেয়েছেন সংগীতশিল্পী খুরশীদ আলম। তাকে পুরস্কার হিসেবে দশ হাজার টাকা মূল্যমানের প্রাইজবন্ড, ব্রোঞ্জ ট্রফি এবং শংসাপত্র দেওয়া হয়। একই সঙ্গে তাকে ‘শুভজন’ উপাধিতে ভূষিত করা হয়।
অনুষ্ঠানে দেশের শিল্প-সাহিত্য ও সংস্কৃতিতে অনন্য অবদান রাখায় সাত গুণিজনকে শুভজন সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন- মাসিক সরগম সম্পাদক কাজী রওনাক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক, নজরুল সংগীতশিল্পী শামীমা নাসরিন, কবি ও নাট্যকার আনতা নূর হক, রূপ বিশেষজ্ঞ ইসরাত মিতু, স্টামফোর্ট বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার মোকাররম চৌধুরী সিহাব এবং শুভজন আশুগঞ্জ শাখার সাধারণ সম্পাদক নুরুন নেওয়াজ রানা।
আরও পড়ুন
উৎসবে প্রধান অতিথি ছিলেন গীতিকবি শহীদুল্লাহ ফরায়জী। উদ্বোধন করেন সাংবাদিক কাজী রওনাক হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশুসাহিত্যিক এম আর মনজু। অতিথি ছিলেন শুভজন উপদেষ্টা প্রযুক্তিবিদ মো. শাহিদ উল মুনির। শুভজন প্রতিষ্ঠাতা তরুণ রাসেলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শুভজনের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাসিরউদ্দিন শাহ।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শুভজনের সদস্য শিল্পীরা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করেন। দেশের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন সাদিকা মালিহা সখ, এসএম জাফিয়া জাহীন খান, নুসরাত ফারিয়া মেহবুবা এবং জান্নাতুল ফেরদৌস হুমাশা। সংগীত পরিবেশন করেন বারী দেওয়ান হৃদয়, শামীমা নাসরিন, শায়লা রহমান, তানজিম বিন তাজ প্রত্যয়, লিপি আকবর, আঁখি, ইমরান খান।
আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী সালাহ উদ্দিন মাহমুদ, কবি নুরুন নেওয়াজ রানা, কবি শেখ নাসির, কবি আনতা নূর হক, রাদিতা জান্নাত রোজা। যন্ত্রসংগীত পরিবেশন করেন কী-বোর্ডে দীপংকর, তবলায় শুভ্র, গিটারে সাম্য এবং দোতারায় সুমন শীল। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
এসইউ/এমএস