ওয়ালিদ জামানের কবিতা

সুখেই থাকিস দুঃখের কোলে

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০১:০৯ পিএম, ১১ ডিসেম্বর ২০২৪

তুই গিয়েছিস যোজন দূরে এই আমাকে ছেড়ে,
বিষাদ জলাঞ্জলি দিয়ে সুখ ভাসানোর তোড়ে।
ঘর বেঁধেছিস অচিন পুরে পরকে আপন করে,
চোখ বুজলে তোর কি এখন আমায় মনে পড়ে!

তুই রয়েছিস মনের ভেতর দহন ছাড়খাড়ে,
বাসতে গিয়ে ভালোবাসার ভীষণ লজ্জা হারে।
পার পেয়েছিস বলবি এখন স্বপ্ন আঁকড়ে ধরে,
চোখ বুজলে তোর কি এখন আমায় মনে পড়ে!

তুই মেতেছিস নিঠুর খেলায় অন্য বাহু ডোরে,
মনের অনল নীরব রেখে রোদ-বৃষ্টি-ঝরে।
কাজল মুছিস নয়ন কোণে জল জমলে পরে,
চোখ বুজলে তোর কি এখন আমায় মনে পড়ে!

তুই দিয়েছিস দহন ভীষণ আমার জীবন ভরে,
না-বলা সব কান্না এখন করুণ হৃদয় সুরে।
সুখেই থাকিস দুঃখের কোলে বাকি সময়জুড়ে,
চোখ বুজলে তোর কি এখন আমায় মনে পড়ে!

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।