ওয়ালিদ জামানের কবিতা: মনের শহর

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:২৭ পিএম, ১৮ নভেম্বর ২০২৪

ইটের শহর হৃদয় খানি পোড়ায়,
সে দহন খুব অল্প ব্যথায় জুড়ায়।
রাত গভীরে যখন পোড়াও তুমি,
মনের শহর তখন শূন্য মরুভূমি!

বৃষ্টি ভারী রাত্রি শেষে ফুরায়,
সময় গেলে দুঃখরা সব হারায়।
থাকবে পাশে বলে হারাও যখন তুমি,
মনের শহর তখন শূন্য মরুভূমি!

শেষ রোদ্দুর সন্ধ্যে যখন নামায়,
পায়নি বলে আর্তনাদও থামায়।
আর হবে না বলে ফেরাও যখন তুমি,
মনের শহর তখন শূন্য মরুভূমি!

দমকা হাওয়া যেমন ভীতি ছড়ায়,
দুমড়ে হৃদয় থমকে হঠাৎ দাঁড়ায়।
ভুলে যেও বলে যখন হৃদয় ভাঙো তুমি,
মনের শহর তখন শূন্য মরুভূমি!

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।