অলোক আচার্যের ‘তুমি’ বিষয়ক তিনটি কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:৫২ পিএম, ১৭ নভেম্বর ২০২৪

কবিতার বদলে

কবিতার বদলে
একটা কবিতা কিনতে চাই
মনের বদলে মন
একটা দক্ষিণ দুয়ারী জানালা কিনলে
থাকবে কিছুক্ষণ!

****

অক্টোপাস আমি

তোমাকে জড়িয়ে ধরেছি
অক্টোপাসের মতো
শরীর নয়
সরু গলিটার মতো অন্ধকার তুমি
আর শীতলও
হয়তো মরে ছিলে বহুকাল আগেই
মোমের আগুনে খুঁজি উষ্ণতার স্পর্শ
অতলে শূন্যতার পাহাড়!

****

অ-স্পর্শে তুমি

তোমাকে দেখছি
কতদিন?
সময়ের হিসেবে এক মহাকাল
লিখতে পারিনি বলে আফসোস হচ্ছে না
আটকে আছি ভূ-গোলকের বিন্দুতে
অ-স্পর্শে যোজন দূরত্ব মাপি!

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।