গোলাপ মাহমুদ সৌরভের ছড়া: সোনার মুকুট

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ০২ নভেম্বর ২০২৪

ঢাক বাজিয়ে ঢোল বাজিয়ে
করবো যারে বিয়ে,
মেহেদী হাতে আলতা পায়ে
সোনার মুকুট দিয়ে।

গায়ে জড়িয়ে লাল শাড়ি
খোঁপায় বেলি ফুল,
হাতে পড়িয়ে রঙিন চুরি
কানে সোনার দুল।

ঘোমটা পরে বধূ সেজে
থাকবে বসে লাজে,
বেনারসির আঁচল ডেকে
থাকবে বধূ সেজে।

পালকি চড়ে আসবে সে
আমার ছোট্ট ঘরে,
বর সেজে আসবো আমি
মাথায় টোপর পরে।

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।