কবি অসীম সাহার পর মারা গেলেন কবি অঞ্জনা সাহা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৯ পিএম, ২৯ অক্টোবর ২০২৪

একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহার মৃত্যুর চার মাস পর মারা গেলেন তার স্ত্রী কবি অঞ্জনা সাহা। ২৯ অক্টোবর সকাল সাড়ে ৮টায় রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, গত জুন মাসের ১৮ তারিখে কবি অসীম সাহা চিরবিদায় নেন। তখন থেকেই তার স্ত্রী অঞ্জনা সাহা শারীরিক ভাবে অসুস্থ ছিলেন। এরপর শরীর ক্রমান্বয়ে খারাপের দিকে যেতে থাকে।

অঞ্জনা সাহা একজন কবি ও রবীন্দ্রসংগীতশিল্পী। তার জন্ম ১৯৫৫ সালের ৪ ডিসেম্বর রাজবাড়ী শহরে। সেখানেই শৈশবের প্রথম পর্যায় কাটে। বাবার চাকরির সূত্রে দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়ানোর ফলে পড়াশোনা করেন বিভিন্ন স্কুলে।

আরও পড়ুন

পরে এই কবি ১৯৮৭ সালে ‘ছায়ানট সঙ্গীত বিদ্যায়তন’ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে রবীন্দ্রসংগীতে পাঁচ বছর মেয়াদি কোর্স শেষে ‘নালন্দা বিদ্যালয়’-এ শিক্ষকতা করেন।

১৯৮৮ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘অভিমানী মেঘ’ প্রকাশিত হওয়ার পর বিশিষ্টজনের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ১২টি।

তিনি কবিতার জন্য ‘রূপসী বাংলা (পশ্চিমবঙ্গ) সাহিত্য-পুরস্কার’সহ বিভিন্ন সম্মাননা লাভ করেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো- ‘বিষণ্ণ পারাবার’, ‘নক্ষত্রের সোনালি আগুন’ এবং ‘অঞ্জনা সাহার শ্রেষ্ঠ কবিতা’।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।