রীতা আক্তারের কবিতা: শূন্যতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০২:১৬ পিএম, ২৬ অক্টোবর ২০২৪

তোমার পূর্ণতার ভিড়ে
আমি অপূর্ণতা খুঁজে ফিরি।
শূন্যতায় করে গ্রাস,
যেখানে একাকিত্ব জড়িয়ে রাখে নিবিড় করে।

শহরের অলিতে গলিতে আমি
শূন্যতা কুড়াই।
নিঃসঙ্গের ঝুড়িতে রাখা নীল খামে পাই না কোনো চিঠি আমার নামে।
তবুও আমি তোমার পূর্ণতার ভিড়ে আমার অপূর্ণতা খুঁজে ফিরি।

নিকোটিনের ধোঁয়া উড়িয়ে এক ফালি বেদনা ভুলতে চাই।
দিনকে আড়ালে রেখে রাতের হাতছানিতে বাড়াই পা।

দু’কদম চলতে গেলে হোচট খাই।
তবুও চলি...
যেতে যেতে বলি—
এতকাল একাই তো ছিলাম।
তবে কেন রোজ তোমার চৌকাঠে আমার অপূর্ণতাকে দেই ঠাঁই?

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।