দারুস সালাম মাসুদের একগুচ্ছ কাপলেট

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:২৩ পিএম, ১২ অক্টোবর ২০২৪

পথ প্রদর্শক

আমরা ভুল করে দুঃখকে ভয় পাই
আসলে দুঃখই পথ দেখায়।

অদৃষ্ট

আমাদের জীবন—
একটা নির্দিষ্ট সময়ের কাছে আগেই বিক্রিত।

প্রভাবিত

বাতাসের জোর পেলে
জলও নেচে ওঠে।

লালকার্ড

মৃত্যু হলো অদৃশ্য লালকার্ড
যা পৃথিবীর মাঠে একদিন সবাই পায়!

কেউ সুখী নয়

যুদ্ধক্ষেত্রে কেউ সুখী নয়;
জীবন মানে যুদ্ধ—এটা মানুষ মেনে নিয়েছে।

চিরদুঃখী

নিজের জীবনকে—
যে কোনোদিন গ্রহণ করতে পারেনি।

উপলব্ধি

বেলাশেষেই এটা বুঝতে সহজ—
আসলে আমাদের কোনো ক্ষমতা নেই।

জ্ঞানী

জগতে সবাই স্রষ্টার প্রশংসা করে না,
কেউ কেউ করে।

শূন্য পকেট

পৃথিবীর রূপ অনেকেই দেখেছে
আসল রূপটা দেখেছে কেবল শূন্য পকেট।

আপেক্ষিক

সফলতা কী—এটা যে জানে
কাউকে ব্যর্থ বলা তার পক্ষে কঠিন।

মীরজাফর

ইতিহাস তার প্রয়োজনে—
কুখ্যাত লোকের নামও লিপিবদ্ধ রাখে।

ভ্রমণ

পৃথিবী একটি যান; এতে চড়ে আপনিও
বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করেন।

বাঙালি

বর্ণমালার বীজ থেকে জেগে ওঠা
বিশ্বে এক সাহসী জাতি!

বিস্মৃতি

যখন প্রকৃতির সৌন্দর্য দেখি
ভুলে যাই—আমরাও তাদেরই অংশ।

শুভযোগ

খাঁচা যত বড় আর শক্তই হোক
মুক্তির একটা ছোটো দুয়ার থাকে।

সবার ওপরে মানুষ

মসজিদ-মন্দির-গির্জা, ওরা সবাই মানুষ চায়,
হত্যা চায় না।

অবলম্বন

আকাশছোঁয়া সব তালগাছই
মাটিকে আঁকড়ে বাঁচতে চায়।

মৃত্যু

মূলত জীবনের কোনো বিকল্প পথ নেই
সবারই এক দিকে যাত্রা!

অপব্যবহার

ক্ষমতা বাড়তে থাকলে
নম্রতা কমতে থাকে!

প্রমাণ

ফুলকেও ফুটে প্রমাণ দিতে হয়—
সে সুন্দর।

মানদণ্ড

সময় একটা বড় মানদণ্ড
চাঁদের মূল্য রাতে আর দিবসে সূর্যের।

ফুল

ফল দেওয়ার আগে—
গাছও নিজের পরিপক্বতা জানান দেয়।

একাত্তর

একটা সংখ্যা—
একটা জাতির ইতিহাস বইছে!

খ্যাতি

গোলাপ একবার ফুটে গেলে—
কেউ তার সৌরভ আটকাতে পারে না।

কান্না

কান্না একটি ওষুধ
মনের ভারসাম্য বজায় রাখতে মানুষের এটা প্রয়োজন।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।