আনিস ফারদীনের অপ্রকাশিত চিঠি এবং অন্যান্য

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০১:১৬ পিএম, ০৪ অক্টোবর ২০২৪

অপ্রকাশিত চিঠি

অসংখ্য হলুদ খাম জমা আছে এ বুকে
বুক যেন বিশাল এক চিঠি;
ধুলো জমা জীবনে অবহেলার ক্যানভাস
হয়ে উঠি অযাচক অতিথি।

****

দ্বিধাহীন ব্যথা

জ্বলে যাই রোজ, পুড়ে যাই রোজ
তবু অব্যক্ত রয়ে যায় কথা;
বোবা সাজে মুখ, পাথর এই বুক
শুধু সয়ে যাই দ্বিধাহীন ব্যথা।

****

নীরবতা

তুমি বলো চুপ, আমিও থাকি চুপ
মুখে আসে না তাই কোনো কথা;
দ্রোহ বয় বুকে, কোনো এক শোকে
সবাই দেখে শুধু আমার নীরবতা।

****

মৃত্যুর কাছে

বেঁচে থাকার অসংখ্য স্বপ্ন দেখতে দেখতে
রোজ এগিয়ে যাই মৃত্যুর কাছে;
ছোট্ট এ জীবনে দেখো সহস্র লেনা-দেনা
জন্মসনদ দেখে মৃত্যুরা হাসে!

****

মশাল বাতি

শত-সহস্র দুঃখ যেন গোলাপ হয়ে ফোটে
হয়ে ওঠে অন্ধকারে মশাল বাতি;
কত যন্ত্রণা পাড়ি দিয়ে মিলে আলোকের পথ
অপেক্ষা শেষে সুখের দিবা-রাত্রি!

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।