সিবগাতুর রহমানের কবিতা: ও চাঁদ

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৪

ও চাঁদ তোর ওই বদনে কীসের কালো?
ঝলমলিয়ে ঝরছে না যে রূপের আলো!
ওই গগনে দেখছি না তোর মুক্ত হাসি,
জানিস না ওই রূপটা বড্ড ভালোবাসি?

ও চাঁদ তোর রূপে আমি দেখছি একি,
জোনাকিরা করছে না যে ঝিকিমিকি!
ছলছল ওই আঁখিতে তোর কীসের ছায়া?
কোন বিরহে লুকায় তোর রূপের কায়া!

ও চাঁদ আজি গোমরা কেন ইন্দ্রপুরী,
কোন শোকেতে এত ব্যথার ছড়াছড়ি?
নয়ন কেন ঝরছে রে তোর অবিরত,
ঝরাস কি তোর মনের ব্যথা আছে যত?

ও চাঁদ আজ আঁধার কেন এই রজনী,
পারিজাতের সুভাস হারা মোর ধরণী?
লুটোপুটি করিস না আজ দিঘির জলে,
লুকিয়ে তোর চাঁদ বদনী নীল আঁচলে!

ও চাঁদ তুই কাঁদিস না আর একলা একা,
আসবে সুদিন আবার দোহে হবেই দেখা।
তোর রূপে ঠিক উঠবে হেসে এই ধরণী,
আকুল প্রাণে দেখবো আবার তোর লাবনী।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।