ইমরুল ইউসুফের কবিতা: পাখির মাংস ভক্ষণে

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৮:১০ এএম, ১৬ সেপ্টেম্বর ২০২৪

পাখির ডাকে থাকে নিষ্পাপ গল্প
সুরে থাকে নির্মোহ, নির্লোভ, মোহহীন ভালোবাসা
তারপরও আমরা পাখি শিকারি।

পাখির ঘুমে থাকে নিস্তরঙ্গ স্বপ্ন
ওড়ায় থাকে নির্ভার, নির্লিপ্ত, নেশাহীন প্রয়োজন
তারপরও আমরা পাখি পোষক।

পাখির চোখে থাকে নির্জন অভিলাষ
খাওয়ায় থাকে নির্মল, নির্মিতি, ত্রিমাত্রিক টট্টর
তারপরও আমরা পাখি গোঁসাই।

আমরা মানুষ
পাখির মতো উড়তে চাই
পাখির চোখে দেখতে চাই
পাখির মতো গাইতে চাই
অথচ, অধিক প্রোটিনের লোভে
পাখির মাংস ভক্ষণে হয়ে যাই বাঘ।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।