স্বৈরাচার মুক্তির এক মাস

অধ্যাপক ড. আলীনূর রহমান
অধ্যাপক ড. আলীনূর রহমান অধ্যাপক ড. আলীনূর রহমান , ব্যবস্থাপনা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৪
অধ্যাপক ড. আলীনূর রহমান/ফাইল ছবি

স্বৈরাচার মুক্তির এক মাস পূর্তি,
মনে কারো নব্য স্বাধীনতার ফূর্তি।
কেউ আবার দেশ-দশের দরকারে,
রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে।

কেউ কাঁদছে সন্তান হারিয়ে,
কেউ আছে আড়ালে লুকিয়ে।
গায়ে কারো রিমান্ডের দাগ,
যেন ডোরাকাটা চিতা বাঘ!

সুযোগে কেউ করছে হামলা,
আবার কেউ করছে মামলা।
কেউ জানান দিচ্ছে দাবি,
এখনি পূরণ করতে হবি!

অস্থিরতা কারো কাম্য নয়,
ধৈর্যের ফল সদা বড় হয়।
শহীদ স্মৃতিকে স্মরণ করি,
আহতদের জড়িয়ে ধরি।

অসচেতনতায় স্বাধীনতার ফল,
হয়ে কিন্তু যেতে পারে বিফল।
নব্য স্বাধীনতার স্বাদ পেতে সবে,
মিশন নিয়ে এগিয়ে যেতে হবে।

এসইউ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।