মিরাজ সরকারের কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০১:১৫ পিএম, ২৫ আগস্ট ২০২৪

আমার জন্য তেমনই তুমি

সকালবেলায় পাখির ডাকে
ঘুম ভেঙেছে কখনো?
অথবা বেলিফুলের কড়া গন্ধে
ঘুম ভেঙে যাওয়ার অনুভূতি?
—আমার জন্য তেমনই তুমি,
কারণ ঘুম ভাঙলে এখন তোমাকেই দেখি।

একরাশ রাধাচূড়া বর্ষায় হলুদ রঙে
আকাশ ছুঁতে চাওয়ার বাহানা যেমন,
আমার কাছে তোমাকে পাওয়ার
ব্যাকুলতা ঠিক তেমন।

জলে দুলতে থাকা কচি ঘাসের ওপর
ঘাসফড়িংয়ের মূর্তমান হয়ে থাকা দেখেছো কখনো?
আমার কাছে তোমার দেওয়া প্রতিজ্ঞাও তেমনই;
দুলবে কিন্তু ছাড়বে না।

একরাশ সাদা-কালো মেঘের বহর দেখেছো তুমি
মিলে মিশে কেমন বর্ষার আকাশ সাজায়,
তোমায় নিয়ে আমিও এমন একটা আকাশ সাজিয়েছি।

পাহাড়ের আঁকাবাঁকা পথ দেখেছো নিশ্চয়ই?
জীবন আমার যতই বাক নিক না কেন,
আমি তোমার হাতেই হাত রেখে চলেছি অনন্তকাল।
ভালোবাসি বলে,
ভালোবাসবো বলে।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।