মাহমুদ নোমানের তিনটি কবিতা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:২৩ পিএম, ১৮ আগস্ট ২০২৪

ঘাড় পেলে ঝুলে যাবো

মদ পান করিনি
তবুও নেশা নেশা লাগে,
মোষের চোখের মতো চোখ
হলদে সবুজ দস্তানায় গড়গড়া দেয়
পিঠে বালুকণা হাঁটে
চামড়া টানে,
ঝিনঝিন করে
চিনচিন ব্যথায় নড়ে বুকের চর্বি;

বিজ্ঞাপন

সবদিকে বালুকণার চিকমিকি
অতলে হাতছানি তোমার...

****

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নাইওরি

তোমরা চলে গেছো
বৃষ্টি আসার আগে
প্রতিমারা ডুবে গেছে
আলোর মাছের মতোন
বাসনার পুকুরে,
তোমার চলে গেছো
কানকথায় হাসিতে খুশিতে
তোমরা চলে গেছো
মেঠোপথে
কালো বোলতার
মাতমলেবাসে,
তোমরা চলে গেছো
ওই পাড়ায়
আমার মাকে—
বৃষ্টি আসার কথা বলে

****

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কসম

শহর থেকে ফিরলে—
হলদে গেঁজার ঝলমল দুপুর
হাতের মুঠোয় রেখো...
ঝলির ফুটোয় একচোখা
বাদুড়ের মতো—লটকাবো,
দুপুর গড়ালেই—
জিন্দে অলির মাজার হয়ে যাবো...

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।