শাহানাজ শিউলীর কবিতা: বিরহের বর্ষা

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ০৬ আগস্ট ২০২৪

শ্রাবণ গগনজুড়ে ঘনমেঘ আসিল ফিরে,
উছলিয়া নয়ন বারি তাহারই স্মৃতি ঘিরে।
গাহিল বাদল দিনে রিমিঝিমি মেঘারা গান,
তটিনীর আঁখিতে ভাসে বিরহী আষাঢ়ে বান।

এমনি বর্ষার দিনে আসিল প্রিয় দ্বারে,
বকুলের মাল্যখানি রহিল হাতে ধরে।
শূন্য কুটিরখানি কোথায় যে রাখি তার,
জোনাকিরা আনাগোনা করিল চারিধার।

মুছিয়া অঙ্গবারি বারেক চাহিল পানে,
হৃদয়ের গিটারখানি বাজিল সুখটানে।
আকুল আঁখিতে ছিল গভীর প্রেমতৃষা,
তাহারি পরশে যেন ঘুচিল দুঃখনিশা।

ললাটে চুম্বন এঁকে সেই যে গেল চলে,
আবার আসিবে বর্ষায় এই তো গেল বলে।
সেই থেকে আজও চেয়ে থাকি বর্ষা এলে,
নিঝুম নিশিতে থাকি নির্ঘুম আঁখি মেলে।

বাদলে চামেলিয়া এখনো কাঁদে জানি,
তাহারই স্মরিয়া দেখি বকুলের মাল্যখানি।
বক্ষে জ্বলে অগ্নিদহন যখন বর্ষা আসি,
তিমিরে বহে স্তব্ধব্যথা আঁখিতে অশ্রু রাশি।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।