শাহানাজ শিউলীর ছড়া: আম

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ০২ জুলাই ২০২৪

টস টসে পাকা আম
খেতে লাগে মিষ্টি,
মধু মাসে মধু ফল
বিধাতার সৃষ্টি।

এ, বি, সি, ই
আছে কত ভিটামিন
কাঁচা আমের আঁটি দিয়ে
বিনা তারে বাজে বীণ।

বিজ্ঞাপন

ফজলি, রুপালি
হিমসাগর মন কাড়ে,
বেশি বেশি আম চাষে
সংসারে আয় বাড়ে।

কাঁচা আমের আচারে
জিহ্বাতে আনে জল,
যত পাবে তত খাবে
গায়ে পাবে বেশি বল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ক্যালসিয়াম পটাশিয়াম
আমে পাবে সারামাস,
উপকার পেতে হলে
এসো করি আম চাষ।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।