বর্ষার দুটি কবিতা

সালাহ উদ্দিন মাহমুদ
সালাহ উদ্দিন মাহমুদ সালাহ উদ্দিন মাহমুদ , লেখক ও সাংবাদিক
প্রকাশিত: ০৭:২২ এএম, ১৮ জুন ২০২৪

বর্ষার প্রথম দিনে

ভুলে যাওয়াই তো মানুষের কাজ,
নিজেকে তাই মানুষ বলেই মনে হয়।
আমিও ভুলে যাই আর সব মানুষের মতো—
ভুলে যাই বর্ষার গান
কদমের ফুল
ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙ।

বিজ্ঞাপন

ভুলে যাই চিরচেনা নদী
বানের জল
বিলের শাপলা
অবাধ্য কচুরিপানা
দুরন্ত বাতাস।

ভুলে যাই পালতোলা নাও
ভাটিয়ালি গান
নায়ওরির মুখ
কৃষাণের আলস্য সুখ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভুলে যেতে পারি বলেই আজও
নিজেকে মানুষ ভাবতে পারি,
শুধু আষাঢ়ের প্রথম দিনেই
সবকিছু মনে পড়ে জাতিস্মরের মতো।

****

গত বরষার পরে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এখন কেবলই মনে হয়—
তুমিই যেন বরষা আমার।

তুমি এসেছো—
আমি সিক্ত হয়েছি,
পেয়েছি শীতল পরশ।

কেন তুমি দেরি করে এলে?
এত তাপ কী করে সই বলো?
এত অভিমান কেন তোমার?

বিজ্ঞাপন

গত বরষার পরে
তোমারই অপেক্ষায় ছিলাম—
তুমি আসবে বলে।

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।