শাহানাজ শিউলীর কিশোর কবিতা: জাগতে হবে

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১০:৫৭ এএম, ০৯ জুন ২০২৪

খোকন সোনা আর ঘুমাস না
খোল রে এবার দোর,
রবির আলো ছড়িয়ে দিতে
ডাক দিয়েছে ভোর।

কিচিরমিচির করছে পাখি
গাছের শাখে শাখে,
তুই তো সবার আশার আলো
জাগবি সবার আগে।

আর ঘুমাস না লক্ষ্মী আমার
খোল রে দুটি আঁখি,
নামটি ধরে ডাকছে তোরে
বউ কথা কও পাখি।

ধেণুগুলো উঠছে জেগে
যেতে সবুজ মাঠে,
ছলাৎ ছলাৎ ঢেউয়ে তরী
যাচ্ছে নদীর ঘাটে।

ভোরের বাতাস বলছে ডেকে
আসছি আমি বেগে,
নারী-পুরুষ শিশু-কিশোর
উঠতে হবে জেগে।

সূর্যমামা অস্ত গেলে
দিনটা হবে শেষ,
কেমন করে গড়বি তখন
সোনার বাংলাদেশ।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।