আমিরুল ইসলাম বাপনের কবিতা: শাপে বর

সাহিত্য ডেস্ক
সাহিত্য ডেস্ক সাহিত্য ডেস্ক
প্রকাশিত: ১২:৫০ পিএম, ০২ জুন ২০২৪

এখন আর তুমি কেমন আছো, তা জানতে
ব্যাকুল হয়ে উঠি না বারবার।
আমায় ভেঙে চুরমার করে যাওয়ার পর,
কতটা আত্মবিচ্ছিন্ন হয়ে কীভাবে বেঁচে আছি আমি,
এখন শুধু চাই সেইটুকু জানাবার

তোমার কিচ্ছুই জানতে চাই না আর!
যতনকে জ্বালাতন বলে বলে অভিযোগ তুলে-
করে গেছো যেই কারবার,
তাতে কিচ্ছুই জানতে ইচ্ছে হয় না আর!

তবুও দেখো কী দারুণভাবে আমি সব জেনে যাই-
তুমি কখন কাঁদো, কেন কাঁদো, ঠিক কতটা কাঁদো!
তোমার বুকে ঝড়বিহীন সমুদ্রের হাহাকার-
আমি আজও টের পাই,
শুধু আমিই আর ঝড় হয়ে আসি না তোমার জীবনে।
কূলহীন সমুদ্রের যেই বুক বয়ে বেড়াচ্ছি,
তাতে প্রতিনিয়তই ভেসে যাই বেদনার জলোচ্ছ্বাসে!
আত্মরক্ষাহীন যে মানুষ নিজেই ভেসে যায়,
সে আর তোমাকে কী-ইবা ভাসাবে?

আমি এখন আর জানতে চাই না-
তুমি কোন পথে যেতে চাও
তবুও কীভাবে যেন জেনে ফেলি।
তুমি কোন দিকে কেন যাও?
যেতে যেতে কার পানে বারবার তাকাও,
তার কি দেখা পাও? পাও না,
পাবে কি করে? সে এখন বড্ড উধাও!

আমি তো সবই জানি, জেনে যাই।
তাই কিছু না জেনে বরং জানাতে চাই,
আমায় এখন পুতে দিলে,
সার হয়ে মাটির উর্বরতা বাড়াই।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।